Bangladesh Society and Culture – Previous Brief with Ans (2011 – 2020)

Table of Contents

2011

  1. প্রত্নতত্ত্ব কি?
    Ans:
    জ্ঞানের যে শাখায় অতীতকালের মানুষের রেখে যাওয়া ধ্বংসাবশেষের পর্যালোচনা করা হয় তাই প্রত্নতত্ত্ব । 
  2. ময়নামতি কোথায় অবস্থিত?
    Ans:
    কুমিল্লা জেলায়। 
  3. বাংলাদেশে বসবাসরত চারটি উপজাতির নাম লেখ ।
    Ans:
    চাকমা, রাখাইন, সাঁওতাল ও গারো। 
  4. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর নাম লেখ ।
    Ans:
    গারো। 
  5. আর্যরা ভারতবর্ষে কত সালে আসে ?
    Ans:
    খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে। 
  6. বহুপতি বিবাহ কি?
    Ans:
    বহুপতি বিবাহ হলো একজন স্ত্রী লোকের সাথে একাধিক বা একদল পুরুষের বিবাহ। 
  7. সরোরেট কী?
    Ans:
    মৃত স্ত্রীর যেকোনো বোনের সাথে বিবাহ ব্যবস্থাই সরোরেট। 
  8. বাংলাদেশের মাতৃভাষা দিবস কোনটি?
    Ans:
    ২১ শে ফেব্রুয়ারি। 
  9. বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
    Ans:
    ২০.০১ ভাগ (অর্থনৈতিক সমীক্ষা ২০১২)।
  10. বাংলাদেশে কত বিঘা পর্যন্ত ভূমির খাজনা মওকুফ করা হয়?
    Ans:
    ২৫ বিঘা। 
  11. No society is classless or unstratified উক্তিটি কে করেছেন?
    Ans:
    কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুর। 
  12. সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কি?
    Ans:
    ১. দাসপ্রথা, ২.এস্টেট প্রথা, ৩.জাতিবর্ণ প্রথা এবং ৪.সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। 
  13. সামন্ত সমাজের এস্টেট গুলো কি?
    Ans:
    ১. প্রথম এস্টেট (যাজক সম্প্রদায়), ২. দ্বিতীয় এস্টেট (অভিজাত সম্প্রদায়), ৩. তৃতীয়া এস্টেট (সাধারণ জনগণ)।
  14. বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
    Ans:
    চাকমা এথনিক গোষ্ঠী। 
  15. বাংলাদেশের কোন অঞ্চলে জুমচাষ প্রচলিত রয়েছে?
    Ans:
    বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। 
  16. সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বের প্রবক্তা কে?
    Ans:
    W. F. Ogburn.
  17. আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমাদের যা আছে তাই আমাদের সভ্যতা – উক্তিটি কার ?
    Ans:
    ম্যাকাইভারের। 
  18. BARD – এর পূর্ণরূপ কী?
    Ans:
    Bangladesh Academy for Rural Development.
  19. গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা কে?
    Ans:
    Dr. Mohammad Yunus.
  20. WAD এর পূর্ণরূপ কি?
    Ans:
    Women and Development.
  21. NGO এর পূর্ণ অভিব্যক্তি কি?
    Ans:
    Non Government Organization.
  22. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
    Ans:
    ৮ ই মার্চ
  23. পাত্র-পাত্রীর সংখ্যার ভিত্তিতে বিবাহ কত প্রকার ও কি কি?
    Ans:
    দুই প্রকার। যথা: ১. একক বিবাহ ও  ২. বহুবিবাহ। 
  24. বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ধর্ম কি?
    Ans:
    ইসলাম।

2012

  1. সাঁওতাল এথনিক সম্প্রদায় বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে?
    Ans:
    রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, ও রংপুর অঞ্চলে। 
  2. মর্গান প্রদত্ত জ্ঞাতি সম্পর্কের ধরন গুলো কি?
    Ans:
    ১. শ্রেণী মূলক জ্ঞাতি সম্পর্ক এবং ২. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক। 
  3. পার্বত্য শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
    Ans:
    ২ ডিসেম্বর ১৯৯৭ সালে। 
  4. BRDB – এর পূর্ণরূপ কী?
    Ans:
    Bangladesh Rural Development Board.
  5. বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ ।
    Ans:
    সাঁওতাল। 
  6. কার্ল মার্কস সংস্কৃতিকে কি নামে আখ্যায়িত করেছেন?
    Ans: 
    উপরিকাঠামো নামে। 
  7. চাকমাদের ভাষার নাম কি?
    Ans:
    আরাকানি ভাষা।
  8. বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থার নাম লেখ।
    Ans:
    ব্র্যাক, এশিয়া ।
  9. Slum শব্দের অর্থ কি?
    Ans:
    বস্তি। 
  10. কুমিল্লা মডেল কে এবং কত সালে চালু করেন?
    Ans:
    ড. আখতার হামীদ খান ১৯৬০ সালে। 
  11. V-AID এর পূর্ণরূপ কি?
    Ans:
    Village Agricultural and Industrial Development.
  12. Family শব্দটি কোন প্রত্যয় থেকে এসেছে?
    Ans:
    ল্যাটিন শব্দ Familia এবং রোমান শব্দ Famulus থেকে। 

2013

  1. কোন ভাষা হতে বাংলা ভাষার উৎপত্তি?
    Ans: মাগধী প্রাকৃত ভাষা থেকে।
  2. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়?
    Ans: ১১ টি সেক্টরে।
  3. সরোরেট বিবাহ কি?
    Ans: মৃত স্ত্রীর বড় বা ছোট বোনকে বিবাহ করার রীতিকে সরোরেট বিবাহ বলে।  
  4. জ্ঞাতি সম্পর্কের ধারা গুলো কী?
    Ans: 
  • জৈবিক বা রক্ত সম্পর্কিত বন্ধন,
  • বৈবাহিক বন্ধন, 
  • কাল্পনিক বন্ধন, 
  • কৃত্রিম বা প্রথাগত বন্ধন।
  1. মানব সমাজের গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী কোনটি?
    Ans:
    পরিবার।
  2. ভূমিস্বত্ব ব্যবস্থা কি?
    Ans:
    যেসব বিধিবিধানের সাহায্যে জমির অধিকার ও ভোগ দখল সংক্রান্ত যাবতীয় স্বত্ব সুনির্দিষ্টভাবে হয় তাকে ভূমিস্বত্ব ব্যবস্থা বলে। 
  3. কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়?
    Ans:
    ১৯৫০ সালে।
  4. জীবন নির্বাহী খামার বলতে কী বোঝো?
    Ans:
    জীবন নির্বাহি খামার বলতে এমন এক খামার ব্যবস্থাকে বোঝায়, যাতে কৃষক একক ব্যবস্থাপনায় জমিতে এমন ফসল উৎপাদন করে, যাতে তার পরিবারের জীবন নির্বাহ হয়। 
  5. সামাজিক স্তরবিন্যাসের ধরন গুলো কি?
    Ans:
    ১. দাসপ্রথা, ২.এস্টেট প্রথা, ৩.জাতিবর্ণ প্রথা এবং ৪.সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। 
  6. “সাংগ্রেং” কোন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান?
    Ans:
    মারমাদের।
  7. BARD – এর পূর্ণরূপ কী?
    Ans:
    Bangladesh Academy for Rural Development.
  8. CEDAW এর পূর্ণরূপ কি?
    Ans:
    Convention on the Elimination of all forms of Discrimination Against Women.

2014

  1. সাঁওতালরা কোন নৃগোষ্ঠীর অন্তর্গত?
    Ans:
    সাঁওতালরা আদি অস্ট্রেলীয় নৃ গোষ্ঠীর অন্তর্গত। 
  2. Dynamic of Bangladesh Society গ্রন্থটির রচয়িতা কে?
    Ans:
    ড. প্রফেসর নাজমুল করিম। 
  3. ছয় দফার প্রথম দফা কি?
    Ans:
    প্রাদেশিক স্বায়ত্তশাসন এর দাবি। 
  4. বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠীর নাম লেখ ।
    Ans:
    গারো সম্প্রদায়। 
  5. লেভিরেট কি?
    Ans:
    কোন বিধবা মহিলার সাথে তার মৃত স্বামীর যে কোন ভাইয়ের বিবাহ কে লেভিরেট বলে। 
  6. রায়ত প্রথা কি?
    Ans:
    যে বন্দোবস্তের ভিত্তিতে জমি চাষ করে ফসল ভাগ করে নেওয়া হয় সে ব্যবস্থা কে রায়ত প্রথা বা ব্যবস্থা বলে। 
  7. গারোদের ভাষার নাম কি?
    Ans:
    মান্দিভাষা। 
  8. গ্রামীণ এলিট কি?
    Ans:
    অভিজাত ও ধনিক শ্রেণী। অর্থাৎ যারা গ্রামীণ ক্ষমতা কাঠামোর কর্ণধার এবং যারা উচ্চ মর্যাদার অধিকারী। 
  9. জাতিভেদ প্রথা কত প্রকার?
    Ans:
    চার প্রকার। 
  10. নগরায়ন কি?
    Ans:
    যে প্রক্রিয়ায় মানুষ কৃষিভিত্তিক পেশা বা জীবনব্যবস্থা থেকে অকৃষি পেশা বা জীবনযাপন প্রণালিতে ধীরে ধীরে স্থান্তরিত বা রূপান্তরিত হয় তাকে নগরায়ন বলে। 
  11. WAD এর পূর্ণরূপ কি?
    Ans:
    Women and Development.
  12. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
    Ans: ৮ ই মার্চ।

2015

  1. নরগোষ্ঠী কী?
    Ans:
    নরগোষ্ঠী হচ্ছে একই দৈহিক আকৃতি বিশিষ্ট লোকের সমষ্টি, যাদের মধ্যে কতগুলো দৈহিক আকার-আকৃতির মিল রয়েছে, যা বংশপরম্পরায় প্রবাহিত হয়। 
  2. Kinship প্রত্যয় টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
    Ans:
    নৃবিজ্ঞানী লুইস হেনরি মর্গান। 
  3. কত সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়?
    Ans:
    ১৯৫০ সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়। 
  4. Six villages of Bengal গ্রন্থের লেখক কে?
    Ans:
    রামকৃষ্ণ মুখার্জী। 
  5. BRDB – এর পূর্ণরূপ কী?
    Ans:
    Bangladesh Rural Development Board.
  6. CASTE – শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?
    Ans:
    পর্তুগিজ শব্দ CASTA থেকে উদ্ভূত হয়েছে। 
  7. “Class, Status and Power” গ্রন্থটির রচয়িতা কে?
    Ans:
    রেইনহার্ড বেন্ডিক্স (Reinhard Bendix).
  8. বিজু কোন এথনিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব?
    Ans:
    “বিজু” হচ্ছে চাকমা এথনিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব। 
  9. বাংলাদেশে অতি নগরায়ণের যে কোনো একটি কারণ লেখ ।
    Ans:
    ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি। 
  10. BARD – কোথায় অবস্থিত?
    Ans:
    কোটবাড়ী, কুমিল্লা জেলায় অবস্থিত।
  11. ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
    Ans:
    স্যার ফজলে হাসান আবেদ।
  12. লিঙ্গ এবং জেন্ডার এর মধ্যে মৌলিক পার্থক্য কী?
    Ans: লিঙ্গ প্রাকৃতিক ভাবে সৃষ্ট, পক্ষান্তরে জেন্ডার মানবসৃষ্ট।

2016

  1. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
    Ans: লর্ড কর্নওয়ালিস।
  2. Dynamics of Bangladesh Society গ্রন্থটির রচয়িতা কে?
    Ans: প্রফেসর ড.নাজমুল করিম।
  3. বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ।
    Ans: গারো এথনিক গোষ্ঠী। 
  4. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
    Ans: ৮ ই মার্চ। 
  5. লেভিরেট বিবাহ কী?
    Ans: কোন বিধবা মহিলার সাথে তার মৃত স্বামীর যে কোন ভাইয়ের বিবাহ কে লেভিরেট বলে। 
  6. BARD – এর পূর্ণরূপ কী?
    Ans: Bangladesh Academy for Rural Development.
  7. মানব সমাজের গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী কোনটি?
    Ans: পরিবার।
  8. দাস প্রথা প্রথম কোথায় বিস্তার লাভ করেছিল?
    Ans: প্রাচীন গ্রিসে।
  9. জীবন নির্বাহী খামার বলতে কী বোঝো?
    Ans: জীবন নির্বাহি খামার বলতে এমন এক খামার ব্যবস্থাকে বোঝায়, যাতে কৃষক একক ব্যবস্থাপনায় জমিতে এমন ফসল উৎপাদন করে, যাতে তার পরিবারের জীবন নির্বাহ হয়। 
  10. জাতীয় নারী উন্নয়ন নীতি কবে ঘোষিত হয়?
    Ans: ১৯৯৭ সালের ৮ ই মার্চ।
  11. বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
    Ans: ১৬.৫০ শতাংশ (অর্থনৈতিক সমীক্ষা ২০১৫)। 
  12. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতটি সেক্টরে বিভক্ত ছিল?
    Ans: ১১ টি সেক্টরে বিভক্ত ছিল। 

2017

  1. দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে?
    Ans:
    মোহাম্মদ আলী জিন্নাহ ।
  2. বাংলাদেশে বসবাসরত বৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি?
    Ans:
    বাংলাদেশে বসবাসরত বৃহৎ এথনিক গুষ্টি চাকমা ।
  3. The History of Human Marriage গ্রন্থটির রচিয়তা কে?
    Ans:
    এডওয়ার্ড ওয়েস্টারমার্ক (Edward Westermarck)
  4. গ্রামীণ এলিট কারা?
    Ans:
    যারা গ্রামীণ ক্ষমতা কাঠামোর কর্ণধার এবং যারা উচ্চ মর্যাদার অধিকারী। 
  5. আরোপিত মর্যাদা কী?
    Ans:
    আরোপিত মর্যাদা হলো ব্যক্তির অনৈচ্ছিক গোষ্ঠীর সদস্য পদ থেকে উদ্ভূত হয়। 
  6. সুশীল সমাজ ধারণাটির প্রবক্তা কে?
    Ans:
    সুশীল সমাজ ধারণাটির প্রবক্তা টমাস হবস
  7. সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কী?
    Ans:
    ১. দাসপ্রথা, ২. এস্টেট প্রথা, ৩. জাতিবর্ণ প্রথা, ৪. শ্রেণী ও মর্যাদা গোষ্ঠী ।
  8. সাংগ্রেং কোন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান?
    Ans:
    রাখাইনদের ।
  9. মেগাসিটি কী?
    Ans:
    সাধারণত বৃহত্তম শহরে এক কোটি বা তদূর্ধ্ব জনসংখ্যা বাস করলে তখন ঐ শহরকে মেগাসিটি বলে।
  10. বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থার নাম লেখ।
    Ans:
    ব্র্যাক, এশিয়া ।
  11. BRAC – এর পূর্ণরূপ কী?
    Ans:
    Bangladesh Rural Advancement Committee
  12. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতটি সেক্টরে বিভক্ত ছিল?
    Ans:
    স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ 11 টি সেক্টরে বিভক্ত ছিল।

2018

  1. The Dynamics of Rural Society গ্রন্থটির রচয়িতা কে?
    Ans: রামকৃষ্ণ মুখার্জী। 
  2. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
    Ans: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 
  3. পরিবার গঠনের পূর্বশর্ত কি?
    Ans: বিবাহ।
  4. ভূমিস্বত্ব ব্যবস্থা কি?
    Ans: যেসব বিধিবিধানের সাহায্যে জমির অধিকার ও ভোগ দখল সংক্রান্ত যাবতীয় স্বত্ব সুনির্দিষ্টভাবে হয় তাকে ভূমিস্বত্ব ব্যবস্থা বলে। 
  5. সরোরেট বিবাহ কি?
    Ans:  মৃত স্ত্রীর বড় বা ছোট বোনকে বিবাহ করার রীতিকে সরোরেট বিবাহ বলে।  
  6. A cast is doubtlessly a closed status group উক্তিটি কার?
    Ans: উক্তিটি ম্যাক্স ওয়েবারের। 
  7. চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
    Ans: লর্ড কর্নওয়ালিস। 
  8. বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
    Ans: চাকমা। 
  9. জাতিসত্তা কি?
    Ans: জাতিসত্তা হলো এমন একটি সামাজিক গোষ্ঠী যাদের বংশপরম্পরায় স্বতন্ত্র ও সাধারণ দৈহিক বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট ভাষা থাকে। 
  10. বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড কত সালে গঠিত হয়?
    Ans: ১৯৮২ সালে।
  11. নগর দারিদ্র কি ?
    Ans: নগর দারিদ্র্য হল এমন এক আর্থ-সামাজিক অবস্থা, যেখানে মানুষ জীবন ধারণের মৌল প্রয়োজন গুলো পূরণের ন্যূনতম মান অর্জনে অক্ষম। 
  12. CEDAW এর পূর্ণরূপ কি?
    Ans: Convention on the Elimination of all forms of Discrimination Against Women.

2019

  1. Political Elites in Bangladesh গ্রন্থটির রচয়িতা কে?
    Ans:
    Dr. Rangalal Sen (ড. রঙ্গলাল সেন)
  2. মাতৃতান্ত্রিক পরিবার এর একটি উদাহরণ দাও?
    Ans:
    মাতৃতান্ত্রিক পরিবার এর একটি উদাহরণ হল বাংলাদেশের গারো সমাজের পরিবার ।
  3. কত সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়?
    Ans:
    ১৯৫০ সালে।
  4. জ্ঞাতি সম্পর্ক প্রধানত কত প্রকার?
    Ans:
    জ্ঞাতি সম্পর্ক প্রধানত চার প্রকার। 
  5. স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইন কত সালে প্রণীত হয়?
    Ans:
    স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইন প্রণীত হয় ১৯৭২ সালে ।
  6. বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ?
    Ans:
    বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠী হল সাঁওতাল ।
  7. পুশ ফ্যাক্টর কি?
    Ans:
    আর্থসামাজিক বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি স্থানান্তরের কারণকে পুশ ফ্যাক্টর বলে যার ফলে বাধ্যতামূলকভাবে লোকজন স্থানান্তর গমন করে থাকে ।
  8. অবস্তুগত সংস্কৃতি এর একটি উদাহরণ দাও?
    Ans:
    অবস্তুগত সংস্কৃতি এর একটি উদাহরণ হল ভাষা
  9. BARD – এর পূর্ণরূপ কী?
    Ans:
    Bangladesh Association for Rural Development.
  10. আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়?
    Ans:
    ৮ ই মার্চ
  11. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
    Ans:
    বর্তমানে উইকিপিডিয়ার মতে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% 
  12. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?
    Ans:
    বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০ টি ।

2020

  1. Dynamic of Bangladesh Society গ্রন্থটির রচয়িতা কে?
    Ans: ড. প্রফেসর নাজমুল করিম। 
  2. Family শব্দটি কোন প্রত্যয় থেকে এসেছে?
    Ans: ল্যাটিন শব্দ Familia এবং রোমান শব্দ Famulus থেকে। 
  3. নয়াবাস পরিবার কি?
    Ans: বিবাহিত দম্পত্তি স্বামী বা স্ত্রী কারও পিতার বাড়িতে বাস না করে পৃথক বাড়িতে বাস করলে তাকে নয়াবাস পরিবার বলা হয়।
  4. চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
    Ans: লর্ড কর্নওয়ালিস। 
  5. WAD এর পূর্ণরূপ কি?
    Ans: Women and Development.
  6. সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কি?
    Ans: ১. দাসপ্রথা, ২.এস্টেট প্রথা, ৩.জাতিবর্ণ প্রথা এবং ৪.সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। 
  7. চাকমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব কোনটি?
    Ans: “বিজু” হচ্ছে চাকমা এথনিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব। 
  8. No society is classless or unstratified উক্তিটি কে করেছেন?
    Ans: কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুর। 
  9. BARD – কোথায় অবস্থিত?
    Ans: কোটবাড়ী, কুমিল্লা জেলায় অবস্থিত।
  10. ধর্ম কি?
    Ans:
  11. তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
    Ans: ইলা মিত্র।
  12. বাংলাদেশে বসবাসরত দুটি উপজাতির নাম লেখ?
    Ans: চাকমা, মারমা।