Modal Auxiliary Verb

  • Post author:
  • Post category:Grammar
  • Reading time:4 mins read

Auxiliary Verb এর কাজ যেমন বাক্যের Main Verb কে সাহায্য করা, ঠিক তেমনি Modal Auxiliary Verb এর কাজ বাক্যের Main Verb কে নিজের অর্থে অর্থায়িত করা।

There are 9 modal auxiliary verbs:

  1. shall ( শুধুমাত্র 1st person এর ক্ষেত্রে বসে। )
  2. should / ought to ( উচিত )
  3. can ( করতে পারা, Informal Purpose )
  4. could (Formal purpose)
  5. will ( তবে shall ব্যবহার না করে, সব ক্ষেত্রে will ব্যবহার করা যায় )
  6. would ( ত, তে, তো, তাম, তেন )
  7. may ( কম সম্ভাবনা )
  8. must ( অবশ্যই অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে )
  9. might ( বেশি সম্ভাবনা )

( Can, Could, May, Might ) these are often used for permissions.

Grammar Structure: Modal auxiliary verbs = M.A.V

  • Normal: M.A.V + v1 ( verb এর base form)
    Ex: You must finish the work.
  • Continuous: M.A.V + be + v + ing
    Ex: You must be making the basket.
  • Passive: M.A.V + be + v3
    Ex: This work must be finished by you.

( am to, is to, are to ) = তে হয়

  • Example:
    • I am to read.
    • He is to read.
    • They are to read.

  • [
  • have to (In all other cases)
  • has to (In case of 3rd person singular)
  • had to (অতীতে কোনো কাজ করতেই হতো বোঝাতে)
  • ]
    এই তিনটি ☛ তেই হয়, বাধ্যবাধকতা বোঝাতে অর্থাৎ Must এর পরিবর্তন শব্দ।

Example: I had to study more and more.

Had better ( ভালো ছিলো )

  • Example:
    • I had better go out before.
    • You had better take an umbrella.

Would rather = বরং ভালো

  • Example:
    • I would rather die than beg.
    • I would rather stay than leave.
    • He would rather stay here alone than go to outside see the tv.
    • The mother would rather die than lose her child.

Used to – ( Verb এর Base Form ) ( অভ্যস্ত )

  • Example:
    • I used to smoke.
    • I am used to smoking. ( যখনই Subject এর পরে be verb বসে, তখন Main verb এর সাথে ing যোগ হয়।)

be going to ( যাচ্ছে )

  • Example:
    • I am going to open a shop.

can not but ( না করে পারে না কিন্তু )

  • Example:
    • I can not but go there. বর্তমান বোঝালে – ( আমি সেখানে না যেয়ে পারিনা )
    • I could not but go there. অতীত বোঝালে – ( আমি সেখানে না যে পারলাম না )

একটা বিষয় মনে রাখতে হবে
can not but থাকলে Verb এর Base Form,
can not help থাকলে Verb এর সাথে ing যোগ করতে হবে