Parts Of Speech

  • Post author:
  • Post category:Grammar
  • Reading time:6 mins read

There are eight types of parts of speech in English.

  1. Noun
  2. Pronoun
  3. Adjective
  4. Verb
  5. Adverb
  6. Preposition
  7. Conjunction
  8. Interjection

Table of Contents

Noun

যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়। অর্থাৎ যেকোন ধরনের নামকেই Noun বলে।
যেমন – ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণি, কাল, স্থান, অবস্থা, দোষ, গুন ইত্যাদি বোঝায় তাকে Noun বলে।

  • For Example:
    • Student
    • Day
    • Labour
    • Clerk
    • Tree
    • Temple
  • For Example with the sentence:
    • Rahim walks every morning.

Nouns can generally be divided into five categories.

  1. Proper Noun.
    • যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস ইত্যাদির নাম বোঝায় তাকে Proper Noun বলে। যেমনঃ Ram, Kolkata, Dhaka, December, England, etc.
  2. Common Noun.
    • যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারন জাতিগত নাম বোঝায়, তাকে Common Noun বলে।
    • For Example:
      • Man – refers to all people.
      • Book – refers to all book.
      • King – refers to all King.
  3. Collective Noun.
    • যে Noun দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টি কে বোঝায়, তাকে Collective Noun বলে।
      যেমনঃ
      Team – refers to a group.
      Army – refers to an army team.
  4. Material Noun.
    • যে Material বা পদার্থ দিয়ে কোন জিনিস তৈরি হয় তাকে Material Noun বলে।
      যেমনঃ Wood, Iron, Gold, Oil, Water, etc.
  5. Abstract Noun.
    • যে Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু গুণ, ভাব বা অবস্থার নাম প্রকাশ করে তাকে Abstract Noun বলে। যেমনঃ Beauty, Kindness, Wisdom, etc.

Pronoun

Noun এর পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে Pronoun বলে।

  • For Example:
    • I
    • We
    • He
    • She
    • They, etc.
  • For Example with the sentence:
    • He goes to school.

Pronouns have four forms.

  1. Personal Pronoun.
    • 1st Person: I, We
    • 2nd Person: You, Yours
    • 3rd Person:
      • He, His, Him, (masculine noun) and —
      • She, Her, (feminine noun) —
      • They, Them (both)
  2. Relative Pronoun.
    • যে Pronoun দ্বারা বাক্যের মধ্যে আগে ব্যবহৃত Noun বা Pronoun এর সঙ্গে সম্বন্ধ বা সম্পর্ক স্থাপন করে, সেই Pronoun কে Relative Pronoun বলে।
      যেমনঃ Who, Whose, Whom, That, Which, etc.
      — I know the man who lives here.
  3. Interrogative Pronoun.
    • যে Pronoun দ্বারা কোন প্রশ্ন করা হয় তাকে Interrogative Pronoun বলে।
      যেমনঃ Who, Which, Whom,Whose, What, etc.
    • Who are you?
    • What are you doing?
    • Whose car is this?
    • Whom do you like?

Adjective

যে শব্দ দ্বারা Noun বা Pronoun-এর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায় সেই শব্দগুলিকে Adjective বলে।

  • For Example:
    • Nice
    • Ripe
    • Brave
    • False
    • Honest
    • Deep, etc

Verb

যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে Verb বলে।

  • For Example:
    • Look
    • Run
    • See
    • Open
    • Read
    • Stand, etc.

Adverb

যে শব্দগুলি AdjectiveVerb এর দোষ, গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে Adverb বলে।

  • For Example:
    • After
    • Again
    • Before
    • More
    • Never
    • Now

Preposition

যে শব্দ Noun বা Pronoun-এর পূর্বে বসে ওই Noun বা Pronoun-এর সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক স্থাপন করে বা বুঝিয়ে দেয় তাকে Preposition বলে।

  • For Example:
    • Above
    • Over
    • On
    • Under
    • Out
    • Into
    • Across
    • Through
    • In
    • At
    • Up
    • Down
    • Beside, etc.

Conjunction

যে Word দুটি শব্দ বা বাক্য কে সংযুক্ত করে, তাকে Conjunction বলে।

  • For Example:
    • And
    • But
    • If
    • Then
    • So
    • Because, etc.
  • For example with the sentence:
    • Sit down and open your book.
    • Rahim is a boy but Tithi is a girl.