Political organization and the political system of the UK and USA – Previous Year (2011 – 2020) Brief questions with solution.

2011

  1. “Constitution is the way of life the state has chosen for itself” – উক্তিটি কার?
    Ans:
    Aristotle
  2. সংবিধানের দুটি উৎসের নাম লেখ ।
    Ans: 
    মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের আবহমান সংস্কৃতি ।
  3. গ্রিক শব্দ “Demos” অর্থ কী?
    Ans:
    জনগণ ।
  4. গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সার্বভৌম ক্ষমতা কার হাতে থাকে?
    Ans:
    জনগণ ।
  5. কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
    Ans:
  6. সংসদীয় সরকার পদ্ধতির অন্য নাম কি?
    Ans:
    মন্ত্রীপরিষদ শাসিত সরকার ব্যবস্থা ।
  7. এককেন্দ্রিক সরকার পদ্ধতির বিপরীত পদ্ধতি কোনটি?
    Ans: 
    যুক্তরাষ্ট্র সরকার
  8. কোন ধরনের সরকারে কেবিনেটকে শাসন ও আইন বিভাগের মধ্যে সংযোগকারী হাইপেন বলা হয়?
    Ans:
  9. “যুক্তরাষ্ট্রীয় সরকার কদাচিৎ দেখা যায় কারণ এর পূর্বশর্ত অনেক” – উক্তিটি কার?
    Ans:
    K.C Wheare.
  10. “The Spirit of Laws” – গ্রন্থটির লেখক কে?
    Ans:
    Montesquieu / মন্টেসকিউ
  11. সরকারের তিনটি অঙ্গের নাম ধারাবাহিকভাবে লেখ?
    Ans:
    আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ 
  12. “The Voice of God” –  কী?
    Ans:
    Public Opinion
  13. ব্রিটিশ সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখ?
    Ans:
    ১। অলিখিত সংবিধান, ২। ধারাবাহিকতা ও পরিবর্তনশীলতা,
  14. ১৬৮৮ সালে ইংল্যান্ডে কোন বিপ্লব সংঘটিত হয়?
    Ans:
    গৌরবময় বিপ্লব
  15. USA – এর পূর্ণরূপ কি?
    Ans:
    United States of America.
  16. মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি?
    Ans: 
    ৫০ টি। 
  17. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি?
    Ans:
    সিনেট
  18. বৃটেনের সাংবিধানিক নাম কি?
    Ans:
    The United Kingdom of Great Britain and North Ireland.
  19. চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি?
    Ans:
    রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় ক্ষমতার বাহিরে থেকে নিজ স্বার্থ আদায়ের জন্য সংগঠিত দল।
  20. কমন্স সভার সদস্য সংখ্যা কত?
    Ans:
    শেষ সূত্রানুযায়ী ৬৫২ জন। 
  21. এককেন্দ্রিক সরকার কি?
    Ans:
    এককেন্দ্রীক রাষ্ট্র হল এমন এক ধরণের রাষ্ট্র যা একক সত্তা হিসাবে পরিচালিত হয় যেখানে কেন্দ্রীয় সরকার চূড়ান্তভাবে সর্বোচ্চ ক্ষ্মতার অধিকারী। 
  22. কমনওয়েলথ অব নেশনস এর প্রধান কে?
    Ans:
  23. বিচার বিভাগীয় পর্যালোচনা কি?
    Ans:
  24. বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?
    Ans: 

2012

  1. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি কি?
    Ans: 
    সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান ২ প্রকার। যথাঃ- সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। 
  2. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র লিখিত সংবিধান কোনটি?
    Ans:
    মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। 
  3. নাৎসিবাদের জনক কে?
    Ans:
    Adolf Hitler
  4. পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
    Ans: 
    Britain / ব্রিটেনের
  5. সরকারের অঙ্গসমূহ কি কি?
    Ans: 
    আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। 
  6. গণতন্ত্রের বিপরীত রূপ কি?
    Ans:
  7. সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে?
    Ans:
    Speaker / স্পীকার। 
  8. “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার” – উক্তিটি কার?
    Ans:
    Abraham Lincoln /  আব্রাহাম লিঙ্কন
  9. গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়?
    Ans:
    ১৬৮৮
  10. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
    Ans:
    Montesquieu / মন্টেসকিউ
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?
    Ans:
    প্রতিনিধি সভা।
  12. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
    Ans: 
    চার বছর ।

2013

  1. “Constitution is the way of life” – উক্তিটি কার?
    Ans:
    Aristotle
  2. “The Spirit of Laws” – গ্রন্থটির লেখক কে?
    Ans:
    Montesquieu / মন্টেসকিউ
  3. “Demos” শব্দের অর্থ কি?
    Ans:
    জনগণ ।
  4. “Foedus” – শব্দের অর্থ কি?
    Ans:
    সন্ধি বা মিলন
  5. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
    Ans:
    নির্বাচকমন্ডলী
  6. ব্রিটিশ আইন সভার নাম কি?
    Ans: 
    Parliament / পার্লামেন্ট।
  7. পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশে বিদ্যমান?
    Ans: 
    India / ভারতে। 
  8. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
    Ans:
    ১২১৫ সালের ১৫ জুন
  9. ফ্যাসিবাদের জনক কে?
    Ans:
    বেনিটো মুসোলিনি ।
  10. গণতন্ত্রকে সফল করার তিনটি শর্ত উল্লেখ করো ।
    Ans: 
    গনতান্ত্রিক ঐতিহ্য, শিক্ষা, সুসংঘঠিত রাজনৈতিক দল, আইনের শাসন। 
  11. সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে?
    Ans:
    Speaker / স্পীকার। 
  12. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
    Ans: 
    উপ-রাষ্ট্রপতি। 

2014

  1. একনায়ক তন্ত্র কি?
    Ans:
    যখন রাষ্ট্রের সকল ক্ষমতা কোন একজনের হাতে ন্যস্ত থাকে এবং তিনি তার খুশিমত তা ব্যবহার করেন তাকেই একনায়কতন্ত্র বলে। 
  2. সংবিধানের দুটি উৎসের নাম লেখ ।
    Ans: 
    প্রচলিত রীতিনীতি ও প্রথা, মৌলিক দলিল, সনদ ইত্যাদি। 
  3. নাৎসিবাদের জনক কে?
    Ans:
    Adolf Hitler
  4. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
    Ans:
    ১২১৫ সালের ১৫ জুন
  5. “Voice of the people is the voice of God” – উক্তিটি কার?
    Ans:
    Jean Jacques Rousseau
  6. “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার” – উক্তিটি কার?
    Ans:
    Abraham Lincoln /  আব্রাহাম লিঙ্কন
  7. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
    Ans: 
    Montesquieu / মন্টেসকিউ
  8. বৃটেনের সর্বোচ্চ আদালতের নাম কি?
    Ans:
    লর্ডসভা ।
  9. বৃটেনের কমন্স সভার সদস্য সংখ্যা কত?
    Ans:
    শেষ সূত্রানুযায়ী ৬৫২ জন। 
  10. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
    Ans:
    নির্বাচকমন্ডলী
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?
    Ans:
    George Washington
  12. মার্কিন যুক্তরাষ্ট্রের “ইলেকটোরাল কলেজের” সদস্য সংখ্যা কত?
    Ans:
    ৫৩৮

2015

  1. Aristotle এর মধ্যে সর্বোত্তম সরকার কোনটি?
    Ans:
    পলিটি বা মধ্যতন্ত্র
  2. “Demos” শব্দের অর্থ কি?
    Ans:
    জনগণ ।
  3. “The system of fundamental political institutions is the constitution” – উক্তিটি কার?
    Ans:
    Prof. H. Finer / অধ্যাপক ফাইনারের। 
  4. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?
    Ans: 
    মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। 
  5. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
    Ans: 
    সার্বভৌমত্ব
  6. সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে?
    Ans:
    স্পীকার / Speaker.
  7. গ্রেট বৃটেনের সাংবিধানিক নাম কি?
    Ans: 
    The United Kingdom of Great Britain and North Ireland. 
  8. লর্ড সভার সভাপতিত্ব করেন কে?
    Ans:
      Lord Chancellor
  9. মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কয়টি?
    Ans:
    ৫০ টি। 
  10. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
    Ans:
      Electoral College এর ভোটের মাধ্যমে। 
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?
    Ans:
    প্রতিনিধি সভা ।
  12. গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়?
    Ans:
    ১৬৮৮

2016

  1. “Constitution is the way of life” – উক্তিটি কার?
    Ans:
    Aristotle
  2. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
    Ans:
    ১২১৫ সালের ১৫ জুন
  3. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি কি?
    Ans: 
    সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান ২ প্রকার। যথাঃ- সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। 
  4. সংবিধানের দুটি উৎসের নাম লেখ?
    Ans:
    প্রচলিত রীতিনীতি ও প্রথা, মৌলিক দলিল, সনদ ইত্যাদি। 
  5. “Foedus” – শব্দের অর্থ কি?
    Ans:
    সন্ধি বা মিলন
  6. নাৎসিবাদের জনক কে?
    Ans:
    Adolf Hitler
  7. বৃটেনের সর্বোচ্চ আদালতের নাম কি?
    Ans: 
    প্রিভি কাউন্সিল ।
  8. পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?
    Ans: 
    Britain / ব্রিটেনের
  9. বৃটেনের কমন্স সভার সদস্য কত?
    Ans:
    শেষ সূত্রানুযায়ী ৬৫২ জন। 
  10. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?
    Ans:
    George Washington
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
    Ans:
    চার বছর ।
  12. মার্কিন যুক্তরাষ্ট্রের “ইলেকটোরাল কলেজের” সদস্য সংখ্যা কত?
    Ans:
    ৫৩৮

2017

  1. “Modern Constitution” – বইটির লেখক কে?
    Ans:
    K.C Wheare.
  2. “Sovereignty”  – শব্দের উৎস কি?
    Ans:
    এটি একটি ল্যাটিন শব্দ। যা Superanus এবং Sovrano শব্দ থেকে এসেছে।
  3. ব্রিটেনের গৌরবময় বিপ্লব কখন সংঘটিত হয়?
    Ans:
    ১৬৮৮
  4. বৃটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
    Ans:
    Boris Johnson,  Since 2019.
  5. সরকারের অঙ্গসমূহ কি কি?
    Ans: 
    আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। 
  6. ব্রিটিশ আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
    Ans:
    দ্বি-কক্ষ-বিশিষ্ট। 
  7. কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়?
    Ans:
    ১৭৮৭ সালের ১৭ই সেপ্টেম্বর
  8. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি?
    Ans: 
    Democratic Party
  9. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?
    Ans:
    Electoral College এর ভোটের মাধ্যমে।
  10. মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা কে প্রয়োগ করেন?
    Ans:
      মার্কিন প্রেসিডেন্ট ।
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
    Ans: 
    উপ-রাষ্ট্রপতি
  12. লর্ডসভার সভাপতিত্ব করেন কে?
    Ans:
    Lord Chancellor / লর্ড চ্যান্সেলর

2018

  1. “Constitution is the way of life” – উক্তিটি কার?
    Ans:
    Aristotle
  2. “Demos” শব্দের অর্থ কি?
    Ans:
    জনগণ ।
  3. ফ্যাসিবাদের জনক কে?
    Ans:
    বেনিটো মুসোলিনি ।
  4. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
    Ans:
      সার্বভৌমত্ব
  5. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
    Ans:
    ১২১৫ সালের ১৫ জুন
  6. বৃটেনের কমন্স সভার সদস্য সংখ্যা কত?
    Ans:
    শেষ সূত্রানুযায়ী ৬৫২ জন। 
  7. গ্রেট বৃটেনের সাংবিধানিক নাম কি?
    Ans: 
    The United Kingdom of Great Britain and North Ireland.
  8. “The Spirit of Laws” – গ্রন্থটির লেখক কে?
    Ans:
    Montesquieu / মন্টেসকিউ
  9. মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
    Ans:
    Joe Biden
  10. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?
    Ans:
    মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি?
    Ans:
    মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের সংখ্যা ৫০ টি। 
  12. সংবিধানের দুটি উৎসের নাম লেখ?
    Ans:
    প্রচলিত রীতিনীতি ও প্রথা, মৌলিক দলিল, সনদ ইত্যাদি।

2019

  1. “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার” – উক্তিটি কার?
    Ans:
    Abraham Lincoln /  আব্রাহাম লিঙ্কন
  2. সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কি কি?
    Ans:
    সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান ২ প্রকার। যথাঃ- সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। 
  3. সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
    Ans:
    নির্বাচকমন্ডলী। 
  4. সংসদীয় গণতন্ত্রের জনক কে?
    Ans:
    জন লক
  5. “The Spirit of Laws” – গ্রন্থটির লেখক কে?
    Ans:
    Montesquieu / মন্টেসকিউ
  6. ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে ?
    Ans:
    Montesquieu / মন্টেসকিউ
  7. সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে?
    Ans:
    Speaker/স্পীকার।
  8. “Foedus” – শব্দের অর্থ কি?
    Ans:
    সন্ধি বা মিলন
  9. “Electorate is the main basis of representative democracy” – উক্তিটি কার?
    Ans:
  10. ব্রিটেনে গৌরবময় বিপ্লব কখন সংঘটিত হয়?
    Ans:
    ১৬৮৮
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের “ইলেকটোরাল কলেজের” সদস্য সংখ্যা কত?
    Ans:
    ৫৩৮
  12. মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে?
    Ans:
    মার্কিন উপ-রাষ্ট্রপতি।

2020

  1. “Demos” শব্দের অর্থ কি?
    Ans:
    জনগণ ।
  2. Modern Constitution” – গ্রন্থটির লেখক কে?
    Ans:
    K.C Wheare.
  3. সংসদীয় সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে?
    Ans:
    বাংলাদেশ এবং ব্রিটেন ।
  4. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও?
    Ans:
    মোটর শ্রমিক ইউনিয়ন, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, Extra – বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন।
  5. সরকারের অঙ্গ কয়টি?
    Ans:
    তিনটি ।
  6. ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
    Ans:
    ১২১৫ সালের ১৫ জুন
  7. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?
    Ans:
    কংগ্রেস ।
  8. যুক্তরাজ্যের সরকার প্রধান কে?
    Ans:
    প্রধানমন্ত্রী ।
  9. ফ্যাসিবাদের জনক কে?
    Ans:
    বেনিটো মুসোলিনি ।
  10. মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কে?
    Ans:
    মার্কিন প্রেসিডেন্ট ।
  11. মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি ?
    Ans:
    ৫০ টি ।
  12. লর্ডসভার সভাপতিত্ব করেন কে?
    Ans: 
    লর্ড চ্যান্সেলর ।