Sentence

  • Post author:
  • Post category:Grammar
  • Reading time:4 mins read

There are 5 types of sentences in English.

  1. Assertive Sentence.
    Assertive sentences are divided into 2 parts.
    1. Affirmative.
    2. Negative.
  2. Interrogative Sentence.
  3. Imperative Sentence.
  4. Optative Sentence.
  5. Exclamatory Sentence.

Below are some easy ways to recognize any sentence very easily.

Subject > Verb < Object

যেখান থেকে Preposition শুরু হবে, সেখান থেকে Extension শুরু মনে রাখতে হবে।

  1. Assertive:
    • যদি বাক্যের গঠন এরকম ( subject + verb + object ) হয়, সে ক্ষেত্রে বাক্যটি Assertive হবে।
  2. Interrogative:
    • বাক্যের শেষে কোশ্চেন মার্ক ( ? ) থাকলে, সে ক্ষেত্রে বাক্যটি Interrogative হবে।
  3. Imperative:
    • যদি বাক্যে কোন Subject না থাকে, তবে সে ক্ষেত্রে বাক্যটি Imperative হবে।
      • Imperative বাক্যে কোন Subject থাকে না ।
      • সব সময় Verb এর Base Form বসে অর্থাৎ V1 বসে।
      • বাক্যের শুরুতে Please, Kindly, Don’t, Always, Never, Let এই শব্দগুলো দিয়ে শুরু হলে অথবা Main Verb দ্বারা শুরু হলে, সে ক্ষেত্রে বাক্যটি অবশ্যই Imperative হবে।
        [Every Imperative sentence is called present indefinite tense.]
  4. Optative:
    • যদি বাক্যের প্রথমে May / Long ধারা শুরু হয়, তবে সে ক্ষেত্রে বাক্যটি Optative হবে।
    • May / Long / Have = এগুলো দ্বারা Wish করা Optative বোঝালে হবে।
  5. Exclamatory:
    • বাক্যের শেষে Exclamation mark ( ! ) থাকলে, বাক্যটি Exclamatory হবে।

Note: Imperative এবং Optative Sentence এ সবসময় Verb এর Base Form অর্থাৎ V1 হবে।

Below are some examples:

  1. Kamal is playing football with his friend.
  2. Aren’t you going to school?
  3. Don’t you know me?
  4. Go to school.
  5. Let us make a plan.
  6. Please help me.
  7. Stand up.
  8. Don’t believe a liar.
  9. Always speak the truth.
  10. May Allah help you.
  11. Long live our parents.
  12. What a beautiful garden it is!